বারিতে ৫১২টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮টি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে।

এগুলো রোগ প্রতিরোধে সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে ফলন উপযোগী।

মঙ্গলবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে প্রযুক্তি হস্তান্তর কর্মশালায় এ তথ্য জানানো হয়।

এতে বারির মহাপরিচালক আবুল কালাম আযাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ভাগ্য রানী বণিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল আজিজ।

স্বাগত বক্তব্য রাখেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পরিতোষ কুমার মালাকার।

কর্মশালায় নার্সভুক্ত প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়, এনজিও ও কৃষক প্রতিনিধিসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

আরও খবর