অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাকে গত ১৩ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার কথা ছিল।
ওই দিন তিনি অসুস্থতার কারণ দেখিয়ে দুই-তিন মাস সময় চেয়ে আবেদন করেন।
পরে তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
বিতর্কিত এই ব্যবসায়ীর বিপুল পরিমাণ সম্পদের রহস্য উদঘাটন করতে চেষ্টা করছে দুদক।
দুদক সূত্র জানায়, গত বছর দুদকে দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা জব্দ অবস্থায় রয়েছে। এ ছাড়া সুইস ব্যাংকের ভল্টে তার প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের অলংকার জমা আছে।
সম্পদ বিবরণীতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর ও সাভারে তার নামে প্রায় এক হাজার ২০০ বিঘা সম্পত্তি রয়েছে। এসব জমির বর্তমান বাজারমূল্য ১২০০ কোটি টাকার বেশি।