বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১১ জন
নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির ‘সাহিত্য পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হয়েছে।
এ বছর সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশের ১১ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।
বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
পুরস্কারপ্রাপ্তরা হলেন : কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, ভ্রমণ সাহিত্যে ফারুক চৌধুরী, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া, অনুবাদে আবদুস সেলিম, নাটকে মাসুম রেজা এবং বিজ্ঞান ও পরিবেশ বিভাগে শরীফ খান।
পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।