৩১ দলের কাছে ৫টি করে নাম চেয়েছে সার্চ কমিটি
আলোকিত প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে নামের তালিকা চেয়েছে।
মঙ্গলবারের মধ্যে এ তালিকা জমা দিতে হবে।
শনিবার হাইকোর্টের জজ লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।
এ ছাড়া সার্চ কমিটি সোমবার দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সাথেও বৈঠক করবে।
তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম ফায়েজ, সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক সিইসি শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাবির অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি নুরুল হুদা ও হাইকোর্টের বিচারপতি আবদুর রশিদ।