এ্যানির মুক্তি দাবিতে সোমবার বিক্ষোভ করবে ছাত্রদল
আলোকিত প্রতিবেদক : বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।
সোমবার ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
ছাত্রদলের পক্ষ থেকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে নাশকতার নয়টি মামলা রয়েছে।
তিনি গত ২৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।