গলাচিপায় দেবর-ভাবিকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দিলেন সাংসদের ভাই!
আলোকিত প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূ ও তার চাচাতো দেবরকে বেঁধে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান খালেদুল ইসলাম স্বপন পরকীয়ার অভিযোগ তুলে এ ঘটনা ঘটান।
অভিযুক্ত স্বপন স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের ছোট ভাই। তিনি উপজেলা যুবলীগের সভাপতি।
শনিবার রাতে ইছাদি গ্রামে ওই ঘটনার পর রবিবার সকালে পুলিশ নির্যাতনের শিকার দুজনকে থানা হেফাজতে নেয়।
এরপর গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় স্বপন ছাড়াও সালিশি বৈঠকে ফতোয়া প্রদানকারী মাওলানা নাসির, মান্নান মৌলভী, নিজাম মেম্বার, স্বপনের ভাগিনা আশরাফুল ইসলাম টিপু ও শামসুল হককে আসামি করা হয়।