আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যাকাণ্ডে শুটার মাসুম রিমান্ডে
আলোকিত প্রতিবেদক : মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডে গ্রেফতার মাসুম মোহাম্মদ আকাশকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মাসুমকে আদালতে হাজির করে ১৫ দিন রিমান্ড চেয়ে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, বগুড়া থেকে গ্রেফতারকৃত মাসুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপুকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পরিকল্পনাকারীরা ঘটনার পাঁচ দিন আগে তাকে ভাড়া করেন।
মাসুম চার-পাঁচটি হত্যা মামলার আসামি। তিনি মুগদা এলাকায় ডিশের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে রিকশার আরোহী প্রীতিও নিহত হন।