ঈদকে সামনে রেখে গাজীপুরে বিপুল জাল টাকা, গ্রেফতার ৪

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম সবুজ (২৫), কুড়িগ্রামের রাজারহাটের সুকদেব এলাকার মৃত গফুর আলীর ছেলে সামিউল ইসলাম (৩০), দোলপকুঠি এলাকার আজিম উদ্দিনের ছেলে সালেক (২৭) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের গণগাঁও জিনারপুর বাজার এলাকার রমজান আলীর ছেলে খোরশেদ আলম ওরফে গিট্টু (৩২)।
এ সময় তাদের কাছ থেকে ছয় লাখ ৯২ হাজার জাল টাকা ও তিন লাখ ৪৪ হাজার জাল রুপি উদ্ধার করা হয়।
মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সালনা এলাকায় সদর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা ও জাল রুপিসহ সবুজ ও সামিউলকে আটক করা হয়। তারা জিজ্ঞাসাবাদে ঢাকার আশুলিয়ায় আলাউদ্দিন নামের একজন জাল টাকা ও জাল রুপি তৈরি করেন বলে জানান।
পরে বাহাদুরপুর সিকদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনের সহযোগী খোরশেদ ও সালেককে আটক করা হয়। ঈদ সামনে রেখে চক্রটি সারা দেশে জাল নোট সরবরাহ করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।