গাজীপুর সিটির প্রথম মেয়র এম এ মান্নান আর নেই
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান আর নেই।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী নাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে এম এ মান্নানের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
এম এ মান্নান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন।
এর আগে তিনি ১৯৯১ সালে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
এম এ মান্নান ১৯৫০ সালে দক্ষিণ সালনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তিনবার কাউলতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।