পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব : আল-মামুন

আলোকিত প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে র‍্যাবের বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মাঝে-মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় র‍্যাবের সদস্যরাও আহত হন। তাদের অঙ্গহানি হয়, প্রাণহানিও ঘটে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে র‍্যাবকে দায়িত্ব পালন করতে হয়।

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, যেখানে প্রয়োজন হয়, বাহিনী আক্রান্ত হলে সেখানে শক্তি প্রয়োগ করা হয়। মাদক-অস্ত্র উদ্ধারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শুক্রবার আইজিপির দায়িত্ব নেবেন। একই দিন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।

আরও খবর