শ্রীপুরের মাওনায় সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের নিয়ে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা মাওনা ফ্লাইওভারের নিচে এ কর্মশালার আয়োজন করে।
হাইওয়ে থানার সার্জেন্ট মফিজুর রহমান জানান, কর্মশালায় বেপরোয়াভাবে গাড়ি না চালানো, গাড়ির হেড লাইট, লুকিং গ্লাস, ব্রেক, গ্যাস-তেল চেক করা, অল্প বয়সীদের দিয়ে গাড়ি না চালানো, রাস্তা ব্লক না করে পেছনের গাড়িকে সাইড দেওয়া, যাত্রীদের সাথে ভাল আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় না করা ও গাড়িতে লাইসেন্সসহ কাগজপত্র রাখার ওপর আলোচনা করা হয়।
বিষয়গুলোর ওপর আলোকপাত করেন হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন ও এসআই সুজন কুমার পন্ডিত।
এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, সৈয়দ ফারুক হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি খন্দকার কফিল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সোলাইমান হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, বশির আহমেদ কাজল, ফয়সাল আহমেদ, শিহাব খান প্রমুখ।