দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : রাজধানী ঢাকাবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টার দিকে উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেট্রোরেলের ফলক উন্মোচন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচনের পর বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

মেট্রোরেল মধ্যবর্তী স্টেশনে বিরতি ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে।

যাত্রীরা পৌনে ১২ কিলোমিটারের এই পথ ১০ মিনিটে পাড়ি দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও খবর