কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে।
বুধবার নগরীর কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, সকাল সাড়ে সাতটার দিকে রাসেল সরকারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।