অনুষ্ঠান দেখতে মির্জাপুরে গিয়ে দুই স্কুলছাত্র খুন!
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ময়ূরভাঙা এলাকার একটি লেবু বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হল : ঢাকার ধামরাইয়ের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বকরের ছেলে ইমরান হোসেন।
দুজনই বালিয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে তারা মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে যায়। পরে সেখান থেকে নিখোঁজ হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই দুই শিশু নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের কাছে বৃহস্পতিবার এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল।