শ্রীপুরে শিশুদের ক্রীড়া অনুষ্ঠান বানচালের পাঁয়তারা

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

অপর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির নাম দাওয়াতপত্রে ছাপা না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমিনুল হক সরকার জানান, ১৫ দিন আগে শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। রবিবার রাতে মঞ্চ তৈরির সময় একদল লোক এসে শ্রমিকদের বাধা দেয় ও ভয়ভীতি দেখায়।

অনুষ্ঠানটিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাতেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এলাকাবাসী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রচার দেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। ইউপি মেম্বার হাসান হাফিজুর রহমান দীপক এতে সভাপতিত্ব করার কথা।

অভিযুক্ত গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার বলেন, তার নাম ছাপানো নিয়ে কোন আপত্তি নেই। অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আরও আগেই চলে গেছে।

আরও খবর