গাজীপুরের সাফারি পার্কে আরেক জেব্রার মৃত্যু, রহস্য ঘনীভূত!

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি মাসে ১০টি জেব্রার অস্বাভাবিক মৃত্যু হল।

শনিবার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, কয়েক দিন ধরে দুটি জেব্রা গুরুতর অসুস্থ ছিল। জেব্রার মুখ দিয়ে লালা পড়ছিল ও পেট ফুলে গিয়েছিল।

সকালে একটি জেব্রা মারা যায়। তবে জেব্রাটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি এসিএফ তবিবুর রহমান।

এর আগে দফায় দফায় নয়টি জেব্রার মৃত্যুর ঘটনা প্রথমে চেপে যাচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।

পরে মেডিকেল বোর্ড জেব্রাগুলোর মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও সংক্রামক রোগকে চিহ্নিত করে প্রতিবেদন দেয়।

যদিও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, জেব্রার কোন শিং নেই। তাই মারামারি হলেও অবস্থা গুরুতর হওয়ার কথা নয়।

এদিকে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

আরও পড়ুন : গাজীপুরের সাফারি পার্কে এসিএফের ‘এসিবিলাস’, বনায়নে দুর্নীতি

আরও খবর