বালুর বাঁধ ভেঙে জোয়ার আসবেই : নোমান
আলোকিত প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি জনগণকে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করতে চেয়েছে ও করছে। সে আন্দোলন বাধাপ্রাপ্ত হলে বালুর চরে যেমন বাঁধ টিকে থাকে না, তেমনিভাবে এ সরকারের পুলিশ ও রাষ্ট্রযন্ত্রের নির্যাতন জনগণের যে আন্দোলন তাকে রুখে দিতে পারবে না। বালুর বাঁধ ভেঙে জোয়ার আসবেই।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি পণ্য ব্যবহার আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোমান আরও বলেন, সংবাদপত্র, সাংবাদিক ও জনগণের কথা বলার স্বাধীনতা নেই। কারণ সবাই তো কারাগারে যেতে, খুন-গুম হতে মানসিকভাবে প্রস্তুত নয়। যেখানে এ অবস্থা সেখানে দেশ কীভাবে এগোবে।