প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি প্রেস কাউন্সিলে হওয়া উচিত

আলোকিত প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর সাভারস্থ নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাতে বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্পাদকদের সংগঠন এই উদ্বেগ জানায়।

এতে বলা হয়, গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা সবার কর্তব্য। প্রথম আলো যদি সাংবাদিকতার নীতি বিরুদ্ধ কোন প্রতিবেদন প্রকাশ করে থাকে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ প্রেস কাউন্সিলে যেতে পারে। প্রেস কাউন্সিলের মাধ্যমেই এর নিষ্পত্তি হওয়া উচিত।

উল্লেখ্য, শামসুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তুলে নেওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মহান স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা গোলাম কিবরিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।

আরও খবর