জুলহাজের খুনিদের বিচারের মুখোমুখি করতে প্রধানমন্ত্রীকে কেরির ফোন

আলোকিত প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে বাসার ভেতরে খুন হওয়া জুলহাজ মান্নানের খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বৃহস্পতিবার রাত নয়টা ৪ মিনিট থেকে নয়টা ২০ মিনিট পর্যন্ত জন কেরি প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন।

১৬ মিনিটের আলোচনায় প্রধানমন্ত্রী ওই হত্যাকান্ডের ঘটনায় ফোন করে উদ্বেগ প্রকাশ করার জন্য জন কেরিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি, অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারব।

আরও খবর