কুষ্টিয়ায় লাল্টু হত্যাকান্ড : আ.লীগের প্রার্থীকে আসামি করে মামলা

আলোকিত প্রতিবেদক : কুষ্টিয়া সদরের আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
এতে আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামানসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
নিহত লাল্টু মোল্লার ছোট ভাই বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।
বৃহস্পতিবার সকালে লাল্টু মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।