বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ডিসেম্বরে

আলোকিত প্রতিবেদক : আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎক্ষেপণ অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্যাটেলাইটটি ফ্রান্সে তৈরি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এটি সফলভাবে মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

আরও খবর