ক্রিকেট দুনিয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা দুর্নীতি দমন ইউনিটকে জানাননি সাকিব।

ত্রিদেশীয় সিরিজে জুয়াড়িরা দ্বিতীয়বার তার সাথে যোগাযোগ করলেও তিনি ইউনিটকে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের আগে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার বিষয়টিও যথাযথ কর্তৃপক্ষকে জানাননি সাকিব।

এ অবস্থায় আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানিতে ঘোষিত সব শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

তবে সাকিব নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধি-বিধান মেনে চললে ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

আইসিসির নৈতিকতা বিষয়ক জিএম অ্যালেক্স মার্শাল বলেছেন, সাকিব অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। তার উচিত ছিল এসব প্রস্তাবের কথা জানানো।

তিনি আরও বলেন, সাকিব ভবিষ্যতে আইসিসির সততা বিভাগকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তরুণ ক্রিকেটারদের তার ভুল থেকে শিক্ষা নিতে বলবেন।

আরও খবর