কালিয়াকৈরে পৌর মেয়র মজিবুর, ৫ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এতে পৌর মেয়র মজিবুর রহমান সাড়ে ছয় হাজারের বেশি ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাসেলকে হারিয়ে পুনরায় বিজয়ী হন।
রেজাউল করিম রাসেল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আর মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্বাচনী এলাকায় ১১ বছর ধরে মেয়রের দায়িত্বে থাকা মজিবুর রহমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
অপরদিকে সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। একমাত্র ফুলবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী শাহ আলম ও সূত্রাপুর ইউনিয়নে বিএনপিপন্থী সোলাইমান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন আটাবহ ইউনিয়নে শাকিল মোল্লা, ঢালজোড়া ইউনিয়নে ইছাম উদ্দিন, মধ্যপাড়া ইউনিয়নে সিরাজুল ইসলাম, চাপাইর ইউনিয়নে সাইফুজ্জামান সেতু ও বোয়ালী ইউনিয়নে আফজাল হোসেন খান।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ রবিবার রাতে ঘোষিত এ বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।