বিরল রোগ : খুলনায় যুবকের হাত-পায়ের আঙুল শিকড়ের মত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক : খুলনার পাইকগাছায় একটি বিরল রোগের সন্ধান মিলেছে।
চিকিৎসকরা বলছেন, এটি ‘এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ নামে পরিচিত।
জিনগত এবং এক ধরনের ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে।
সম্প্রতি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান পাইকগাছা সদরের সরল গ্রামের আবুল বাজনদার।
২৫ বছর বয়সী এই যুবকের দুই হাতের তালুর চামড়া ও ১০টি আঙুল প্রসারিত হয়ে অনেকটা গাছের শিকড়ের মত আকার ধারণ করেছে।
পায়ের তালু ও আঙুলেও একই অবস্থা।
ভুক্তভোগী আবুলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক কমল বসু।
পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।