রামপাল নিয়ে যুক্তি শুনতে প্রধানমন্ত্রীকে জাতীয় কমিটির আহ্বান

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উদ্দেশে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তি ও তথ্য শুনুন, জনমত বিবেচনায় নিন, মানুষের কথা ভাবুন।

তারা বলেন, বনগ্রাসী কিছু গোষ্ঠী ও ভারতের ব্যবসায়িক স্বার্থের কাছে আত্মসমর্পণ করে দেশের সর্বনাশ করবেন না। অবিলম্বে রামপালসহ সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধ করার ব্যবস্থা নিন।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রেক্ষিতে রবিবার জাতীয় কমিটি এক বিবৃতিতে এ আহ্বান জানায়।