গাজীপুরের সাফারি পার্কে প্রাণী মৃত্যু বাড়ছে, এসিএফকে সরানোর দাবি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে দফায় দফায় ১১টি জেব্রা ছাড়াও একটি বাঘ মারা গেছে।

গত ১২ জানুয়ারি দিনের বেলা বাঘটি মারা গেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র আলোকিত নিউজকে নিশ্চিত করেছে।

পার্ক কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এত দিন বিষয়টি গোপন রেখেছিল।

এ ব্যাপারে বাঘের ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. এ বি এম শহীদুল্লাহর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।

এদিকে নিজস্ব প্রতিবেদক সাদেক মিয়া জানান, রবিবার গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ জেব্রার বেষ্টনী পরিদর্শন করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, পার্কে জেব্রাগুলো মারা যায়নি, হত্যা করা হয়েছে। নিজেদের মধ্যে মতবিরোধ থাকায় একে অপরকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরের সাফারি পার্কে ‘বাণিজ্য রক্ষায়’ এসিএফ তবিবুরের দৌড়ঝাঁপ!

সাংসদ পরিবেশ ও বন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিকে বলেন, যাদের তত্ত্বাবধানে জেব্রাগুলো মারা গেছে, তাদেরকে স্বপদে বহাল রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। এতে পার্কের কর্মচারীরা মুখ খুলতে সাহস পাবে না।

পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জুয়েল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এটি একটি ক্রিমিনাল অফেন্স। আমি বাদী হয়ে থানায় মামলা করব।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না। কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়া প্রশাসনের ব্যাপার।

আরও পড়ুন : গাজীপুরের সাফারি পার্কে এসিএফের ‘এসিবিলাস’, বনায়নে দুর্নীতি

আরও খবর