গাজীপুরে দুদকের গণশুনানি, ভূমি অফিস নিয়ে অভিযোগ বেশি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ১৬৫টি অভিযোগ উঠেছে।

নগরবাসী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতি ও হয়রানি নিয়ে বেশি অভিযোগ করেছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অভিযোগগুলো থেকে চারটি অনুসন্ধান করার এবং একটির ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অভিযোগ ওঠা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, সিটি করপোরেশন, তিতাস গ্যাস, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও কারাগার।

দুদকের সচিব মাহবুব হোসেন বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। গণশুনানিতে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো অনুসন্ধান করে দেখা হবে। গুরুতর অভিযাগগুলো আমলে নিয়ে কমিশনের সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিতে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, মহানগর পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক এম এ বারী, সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

আরও খবর