কাপাসিয়ার টোকে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত জয়নাল আবেদীন উপজেলার টোক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড়চালা গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দুয়াব গ্রামের রাজমিস্ত্রি আল-আমিন ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের ১০ টাকা কেজি চালের একটি কার্ড করেন। কার্ড নং ৩৭৩। তিনি মাত্র একবার ৩০ কেজি চাল পেয়েছেন।
এরপর এক বছর ধরে আর চাল পাচ্ছেন না। বীরউজলী উত্তর বাজারের ওই ডিলারের কাছে গেলে কার্ড শেষ হয়ে গেছে বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
সম্প্রতি আল-আমিন জানতে পারেন, তার কার্ড দিয়ে ডিলার কৌশলে চাল তুলে আত্মসাৎ করছেন। পরে তিনি বিচার চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডিলার জয়নাল আবেদীন উত্তেজিত হয়ে বলেন, চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। কোন অনিয়ম নেই।