ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান : অবৈধ মদ ও বিয়ার উদ্ধার

আলোকিত প্রতিবেদক : রাজধানীর ‘ঢাকা রিজেন্সি’ হোটেল থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

এর মধ্যে বিদেশি মদ অন্তত ২০০ বোতল।

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান শুক্রবার সাংবাদিকদের জানান, হোটেলের পরিচালক আরিফ মোতাহার শুল্কমুক্ত সুবিধায় আনা একজন সাংসদের রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছিলেন। এর মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। বৃহস্পতিবার রাতে অভিযানের টের পেয়ে গাড়িটি সরিয়ে ফেলা হয়।

পরে হোটেলের বারে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়।

আরও খবর