শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

আলোকিত প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুরে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

এ সময় তার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহাম্মদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের স্পিকারের পক্ষে কমোডর এম এম নাঈম রহমান, আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ওয়ার্কার্স পার্টির পক্ষে রাশেদ খান মেনন, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

ওবায়দুল কাদের বলেন, আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে ১২টি বাজেট পেশ করেছেন। তার মধ্যে ১০টি শেখ হাসিনার সরকারের সময়। আমি এ রকম কাজপাগল মানুষ কমই দেখেছি।

তিনি আরও বলেন, এ দেশের রাজনীতিতে সৎ মানুষ বেশি নেই। মুহিত সাহেব শত ভাগ সৎ লোক ও সফল অর্থমন্ত্রী ছিলেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে আবুল মাল আবদুল মুহিত (৮৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও খবর