৯ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ১৫০

আলোকিত প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের ঘটনায় এগিয়ে আছে পুলিশ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে গত নয় মাসে ১৫০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে র‌্যাবের সাথে ক্রসফায়ারে ৩৪ জন, পুলিশের ক্রসফায়ারে ৬১ জন, ডিবির ক্রসফায়ারে ১১ জন, পুলিশ ও বিজিবির ক্রসফায়ারে ১ জন, কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে ৩ জন, স্টর্ম-২৬ অভিযানে ৯ জন, পুলিশের নির্যাতনে ৭ জন, ডিবির নির্যাতনে ১ জন, রেল পুলিশের নির্যাতনে ১ জন, পুলিশের গুলিতে ৯ জন, বিজিবির গুলিতে ১ জন ও গুলশান অভিযানে যৌথ বাহিনীর গুলিতে ৬ জন মারা গেছেন।