কারচুপির অভিযোগ : ১৫ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক : কারচুপির অভিযোগে এ পর্যন্ত ১৫ জন মেয়র প্রার্থীর নির্বাচন বর্জনের খবর পাওয়া গেছে।

এতে বিএনপি ও জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীও রয়েছেন।

বর্জনকারীরা হলেন : ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল মামুন।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহীন।

বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজ।

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান জেমস।

পাবনার ঈশ্বরদী পৌরসভায় বিএন​পির মেয়র প্রার্থী মকলেছুর রহমান।

লক্ষীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির প্রার্থী এ বি এম জিলানী।

রাজবাড়ীর পাংশা পৌরসভায় বিএনপির প্রার্থী চাঁদ আলী খান।

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী রফিকুল আলম।

রাউজান পৌরসভায় বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল হাসান।

রাঙ্গুনিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী হেলাল উদ্দীন শাহ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী আকতার হোসেন জুয়েল।

মুন্সিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম।

মাগুরা পৌরসভায় বিএনপির প্রার্থী ইকবাল আকতার খান।

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরসভায় বিএনপির প্রার্থী মনতাজ মিঞা।

নড়াইলের কালিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান।

আরও খবর