কালীগঞ্জে মাদ্রাসার রুমে ছাত্রের ঝুলন্ত লাশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মুনসুরপুর মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবু সুফিয়ান শান্ত (১৩) খলাপাড়া এলাকার আবদুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, মাদ্রাসার ছাত্ররা মসজিদে এশার নামাজ শেষে ফিরে এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে। পরে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শান্তর লাশ দেখতে পায়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ বলেন, শান্ত মক্তব বিভাগের আবাসিক ছাত্র ছিল। সে কেন আত্মহত্যা করেছে, বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার এসআই মাজহার জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।