মধ্য আফ্রিকায় শিশুদের ওপর বাংলাদেশসহ ৭ দেশের শান্তিরক্ষীদের যৌন নির্যাতন
ডেস্ক নিউজ : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশসহ সাতটি দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের যৌন নির্যাতন করেছেন।
শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন সংস্থার অন্যতম সহকারী মহাসচিব এন্থনি ব্যানবারি।
অভিযুক্ত দেশগুলো হল : বাংলাদেশ, ফ্রান্স, জর্জিয়া, কঙ্গো, নাইজার, সেনেগাল ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ।
গৃহযুদ্ধে বিপর্যস্ত আফ্রিকার এই দেশটিতে শান্তি রক্ষায় সহায়তা দিতে ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়ন ৭০০ সেনা মোতায়েন করে। পরে তা জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়।
সেনা ও পুলিশসহ এই মিশনে ৫০টিরও বেশি দেশের শান্তিরক্ষী সদস্য প্রায় ১৩ হাজার।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যানবারি।
তিনি বলেন, শান্তি রক্ষায় নিয়োজিত সদস্যরা এমন জঘন্য কাজ করতে পারেন, তা ভাবা যায় না।
নির্যাতিত শিশুদের মধ্যে বালিকাদের সাথে বালকও রয়েছে। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।