গাজীপুরে কেক-পেটিস খেয়ে ২ শিশুর মৃত্যু, গ্রেফতার ৪

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে কেক ও পেটিস খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুদের বাবা আশরাফুল ইসলাম সদর থানায় মামলা করার পর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সালনা (ইপসা গেট) এলাকার দোকানদার সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবার সোহেল (৪৮), একই জেলার নবীনগরের কোনাউর এলাকার দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, আসামিদের মধ্যে তিনজন বেকারির কর্মকর্তা ও কর্মচারী। বিষক্রিয়ার উৎস হিসেবে পারিবারিক কলহ বা কারও সঙ্গে শত্রুতা আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

গত রবিবার পোশাক কারখানার শ্রমিক আশরাফুলের মেয়ে আশামনি (৬) ও আলিফ (২) কেক ও পেটিস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফি মোহাইমেন জানান, নিহতদের ময়নাতদন্ত হয়েছে। এতে খাদ্যে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, আশরাফুলের বাড়ি শেরপুর সদরের টিটকারচর দিঘলদী এলাকায়। তিনি পরিবার নিয়ে ইসপা গেট এলাকার এরশাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।

আরও খবর