আমি আ.লীগ করি না, অনেক দূরত্ব : বললেন কাদের সিদ্দিকী

আলোকিত প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব আছে। আমি দল করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে গ্রাস করেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত দল হতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের চাইতে আওয়ামী লীগের সুবিধা বেশি হবে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা টাকা-পয়সা বানানোর জন্য আমি দল গঠন করিনি। এখন লুটপাটের সময়। সে জন্য অনেকের মনে হতে পারে, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এমপি হওয়া, সরকারে যাওয়া।

কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর রাজনীতি করলে, যারা বঙ্গবন্ধুর পিঠের চামড়া তুলে নিতে চায়, তাদের দলে রাখত না। যারা বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে, সেই জাসদের গণবাহিনীকে মাথায় নিত না।

আরও খবর