গাজীপুর ও বেতবুনিয়ার ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সন্তানরা মহাকাশ বিজ্ঞান, পরমাণু প্রযুক্তি, সমুদ্র বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে জানতে পারবে। যা দেশের উন্নয়নের জন্য প্রয়োজন।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগরীর তেলিপাড়া ও চট্টগ্রামের বেতবুনিয়াতে ভূ-উপগ্রহ কেন্দ্র দুটি স্থাপন করা হয়েছে।

গত ১২ মে বাংলাদেশ সময় রাত দুইটা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

তেলিপাড়ার ভূ-উপগ্রহ কেন্দ্র প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং বেতবুনিয়ার ভূ-উপগ্রহ কেন্দ্র ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসেবে ব্যবহৃত হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালি থেকে স্যাটেলাইটটি কন্ট্রোল করা হলেও বর্তমানে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে ট্র্যাকিং এবং কন্ট্রোলিং করা হচ্ছে।

আরও খবর