সিংহভাগ জয় পেল আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মত দলীয় স্থানীয় সরকার নির্বাচনে সিংহভাগ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই নৌকা ও ধানের শীষ প্রতীকে প্রার্থীরা মুখোমুখি হন।
বুধবার ২৩৪টি পৌরসভায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।
নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে নূরুল আমীন নামে একজন নিহত হয়েছেন। অন্যান্য স্থানের ঘটনায় সাংবাদিক ও ওসিসহ আহত হয়েছেন অনেকে।
বিএনপি সকাল থেকেই তাদের এজেন্টদের মারধর, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলে। অনেক প্রার্থী নির্বাচন বর্জন ও পুনরায় ভোট গ্রহণের দাবি করেন।
তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
এ পর্যন্ত ২২৭টি পৌরসভার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা ১৭৭টি পৌরসভায় জয় পেয়েছেন। আর ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন ২২টিতে।