দাউদকান্দিতে নবনির্বাচিত কাউন্সিলর গুলিবিদ্ধ
সারা বাংলা ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রকিব উদ্দিন রকিব গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনের ফল জেনে বাড়ি ফেরার পথে পরিষদের পাশের রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
রকিব উদ্দিনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন মিয়াজী সাংবাদিকদের জানান, গুলিটি তার কোমরে লেগেছে।