মিরপুরে ধর্ষণের অভিযোগে মা-বাবাসহ গৃহশিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ছাত্রীর গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রীকে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানা পুলিশ জানায়, ওই ছাত্রী পাশের বাড়ির রাজুর (২৫) কাছে প্রাইভেট পড়ত। রাজু বুধবার সকালে ছাত্রীকে তার বাড়িতে ডেকে নেন। এরপর ধর্ষণ করা হয়। তার বন্ধুরা মোবাইলে ছবিও তুলে রাখে।
ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে রাতে রাজু ও তার মা-বাবাকে আটক করা হয়েছে।