মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হাজারো বাড়িঘর ধ্বংস

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যের পাঁচ গ্রামে মুসলিম রোহিঙ্গাদের এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে।

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানায়।

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। অসহায় এই সংখ্যালঘু রোহিঙ্গাদের বড় অংশের বসবাস সীমান্ত এলাকায়।

গত মাসে কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলা হয়। এরপর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী।

মিয়ানমার সরকার নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত ৭০ জনের বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে।

তবে নিহতের সংখ্যা আরও বেশি হবে বলে নিরপেক্ষ সূত্র জানিয়েছে।

আরও খবর