মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশ সীমান্তে

ডেস্ক নিউজ : মিয়ানমার থেকে শত শত মুসলিম রোহিঙ্গা সপ্তাহ খানেক ধরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় পাওয়ার চেষ্টা করছে তারা।

দমন-পীড়নের কারণেই তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৩০ হাজার মানুষ।

২০১২ সালে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের তান্ডবে প্রায় ২০০ রোহিঙ্গা হত্যার শিকার হয়। ঘর ছাড়তে বাধ্য হয় লক্ষাধিক মানুষ।