দুই বছরে ৯২ শতাংশ শিশু ধর্ষণের শিকার
আলোকিত প্রতিবেদক : ২০১৫ ও ২০১৬ সালে নারীর প্রতি সহিংসতা বেড়ে পাঁচ শতাংশে দাঁড়িয়েছে।
নারী নির্যাতনে জড়িত ৮৬ শতাংশ ব্যক্তির বয়স ৩৫ বছর বা এর কম। আর অভিযুক্তদের ৩৭ শতাংশের বয়স ১৮-২৪ বছর।
গত দুই বছরে ১৮ বছরের কম বয়সী ৯২ শতাংশ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, জরিপের ফলাফল অনুযায়ী শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, বেকার-কর্মঠ সব শ্রেণির পুরুষ নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত। মূলত সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সহিংসতা বাড়ছে।