রোহিঙ্গা প্রশ্নে আসিয়ানের কয়েকটি দেশও আমাদের পাশে আছে
আলোকিত প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে। এমনকি আসিয়ান জোটের কয়েকটি দেশও মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমার এই জোটের সদস্য।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করা যায়, এই সম্মেলন সমস্যার সমাধানে সাহায্য করবে।
মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে অং সান সু চির সাথে আমার কথা হয়েছে। তার বক্তব্য আশাব্যঞ্জক। তবে তার দেশের ভেতরেও সমস্যা আছে।
সোমবার জাতীয় সংসদে সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।