দেশের ৮৩ শতাংশ লোক বিদ্যুতের আওতায়
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ক চিফ কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ বলেছেন, দেশের ৮৩ শতাংশ লোক বিদ্যুতের আওতায় এসেছে। বাকি ১৭ শতাংশ লোক আগামী দুই-তিন বছরের মধ্যে এর আওতায় আসবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি যে কোন উন্নয়নে সরকার মূল শক্তি নয়, মূল শক্তি জনগণ। সরকার সহযোগিতা ও পরিকল্পনা করবে মাত্র।
রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতাক হোসেন ও উপ-প্রধান তথ্য কর্মকর্তা আকতার হোসেন উপস্থিত ছিলেন।