শিশুকে বাঁ হাতে ধরে ডান হাতে গ্রেনেড বিস্ফোরণ ঘটান জঙ্গি নারী

আলোকিত প্রতিবেদক : রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় শনিবার দুপুরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী।

এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর তার সাথে থাকা একটি মেয়ে শিশু আহত হয়। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রথম দফায় ওই বাড়ির নিচ তলার বাসা থেকে শিলাসহ চারজন আত্মসমর্পণ করেন। আরও তিনজন ওই বাসায় ছিল।

তাদের বের হওয়ার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। বারবার হ্যান্ডমাইকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা সাড়া দেয়নি।

ছানোয়ার হোসেন বলেন, তিনি ওই বাড়ির গাড়ি পার্কিংয়ের পিলারের পেছনে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি দেখতে পান বোরকা পরা এক নারী বাঁ হাতে একটি মেয়ে শিশুকে ধরে দরজা খুলে বাইরে এসেছেন।

তারা পার্কিংয়ের দিকে আসতে থাকলে তিনি তাদের বারবার দাঁড়াতে ও হাত তুলতে বলেন। কিন্তু ওই নারী দাঁড়াননি।

তিনি শিশুটিকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন। এক পর্যায়ে বাঁ হাতে শিশুটিকে ধরে রেখে ডান হাত ওপরের দিকে তোলার মত ভঙ্গি করেন।

তবে তখন তিনি কোমরে রাখা বিস্ফোরকে চাপ দেন। সাথে সাথে বিস্ফোরণ ঘটে।