মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
আলোকিত প্রতিবেদক : মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ছয় বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলভীর শীল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কক্সবাজারের নুনিয়ারছড়ার ওসমান গনি, রফিকুল ইসলাম, নূর আহম্মদ, কক্সবাজারের ওসমান, আলম ও মহেশখালীর সাইফুল ইসলাম।
জেলেরা সাংবাদিকদের জানান, তারা ১৪ জন গত শুক্রবার একটি মাছ ধরার ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার সকালে মৌলভীর শীল এলাকায় তারা জাল ফেলে মাছ ধরছিলেন।
পরে হঠাৎ করে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের জলসীমা অতিক্রম করে ট্রলারটিকে ধাওয়া দিয়ে গুলিবর্ষণ করে।
তখন জেলেরা ট্রলার নিয়ে পালানোর সময় ওই ছয়জন গুলিবিদ্ধ হন।
পরে তারা বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে আসলে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে পাঠান।