গাজীপুরে গ্রীন কোল্ড স্টোরেজকে এক লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে গ্রীন কোল্ড স্টোরেজকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
কারখানাটি মহানগরীর গজারিয়া পাড়ার ডগরী রোড এলাকার মর্দপাড়ায় অবস্থিত।
এর আগে চলতি বছরের ৪ এপ্রিল কারখানাটির দূষিত পানি লোকালয়ে প্রবেশের ওপর আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তরের নজরে আসলে কারখানার মালিককে তলব করে দীর্ঘ শুনানি শেষে এ জরিমানা করা হয়।
রবিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রীন এগ্রো প্রোডাক্টস ও গুলিস্তা বোর্ডমিল নামের ওই কারখানা দূষিত তরল বর্জ্য নির্গমন করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল।
কারখানার মালিক খন্দকার শাহজাহানের বিরুদ্ধে বনভূমি দখল ও বন বিনাশের অভিযোগও রয়েছে।