‘ইজতেমায় প্রতি খিত্তার দায়িত্বে ৬ জন পুলিশ’
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার।
বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইজতেমাস্থলের পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ব্রিফিং করেন গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদ।
তিনি বলেন, মাওলানা সাদ ইজতেমায় আসবেন কি আসবেন না, এটা নিয়ে মাথাব্যথা নেই। আমাদের দায়িত্ব আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা।
পুলিশ সুপার বলেন, পুলিশ, র্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকে প্রতি খিত্তায় ছয়জন পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, মুসল্লিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর, ১৫টি ওয়াচ টাওয়ার ও ৪১টি সিসি ক্যামেরা থেকে পুরো ইজতেমাস্থল পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে ইজতেমা ময়দানগামী সড়কগুলোতে ট্রাফিক পুলিশের ১৮০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান হারুন-অর রশীদ।