প্রধানমন্ত্রীর ভাষণ উন্নয়ন সমুন্নত রাখবে : শহীদুল্লাহ সিকদার

আলোকিত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের মাধ্যমে উন্নয়নের ধারা সমুন্নত রাখবে।

তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি অব্যাহত থাকবে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির কার্যালয়ে কর্মিসভায় ডা. শহীদুল্লাহ সিকদার এসব কথা বলেন।

পার্টির সহ-সভাপতি রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক উৎপল বণিক, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান বাদল প্রমুখ।

এ ছাড়া দুপুরে লাহুরী গ্রামে অবস্থিত আব্দুর রউফ সিকদার বহুমুখী কারিগরি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিষ্ঠানের সভাপতি ডা. শহীদুল্লাহ সিকদার এলাকার বেকার যুবকদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর